গত বছরের সেরা বোলার মুস্তাফিজ
মুস্তাফিজুর রহমানকে নিয়ে একটি পরিসংখ্যান প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। সেখানে দেখা যাচ্ছে, গত ১২ মাসে টেস্ট খেলুড়ে দেশ থেকে কমপক্ষে ১২টি ম্যাচ খেলেছেন এমন বোলারদের মধ্যে মুস্তাফিজই সেরা।
মুস্তাফিজকে ‘দ্য ফিজ’ বলে সম্বোধন করে পত্রিকাটি লিখেছে, ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০১৬ সালে সানরাইজার্সকে অনেকটা পথ মুস্তাফিজ টেনে নিয়ে গেছেন। বাংলাদেশের এই তরুণের কারণে দলটির গুরুত্ব বেড়ে গেছে।’
শেষ ১২ মাসের পরিসংখ্যান সামনে এনে তারা বলছে, মুস্তাফিজ এই সময়ে ১৩টি ম্যাচে মাঠে নেমে ১৩.৯৫ গড়ে ২২টি উইকেট নিয়েছেন। ইকোনমি রেটও চোখ কপালে তোলার মতো ৫.৯৮। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যানদের উপর এভাবে কেউ প্রভাব খাটাতে পারেননি।
আইপিএলে ৮ ম্যাচে ১৮.৭ গড়ে নিয়েছেন ১০ উইকেট। ইকোনমি রেট ৬.২৩। আইপিএলে সাধারণত ফ্লাট উইকেটে খেলা হয়, অধিকাংশ মাঠের আয়তন তুলনামূলক ছোট থাকে। সেই বিবেচনায় ছয়ের নিচে ইকোনমি রেট বিস্ময়কর ব্যাপার!
মন্তব্য চালু নেই