গণ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থীদের কোর্ট পরিদর্শন

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষাথীরা (১৪ অক্টোবর) বুধবার শিক্ষাথীরা ঢাকা জেলা জজ কোর্ট ও ঢাকা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পরিদর্শন করেছে।

বুধবার বেলা ১১ টায় তারা কোর্টে গিয়ে পৌঁছায়।

এ সময় তারা বেশ কিছু এজলাস ঘুরে ঘুরে বিচার প্রক্রিয়া দেখে। যারফলে তাদের আইন পেশায় আসার স্বপ্ন আরো রঙ্গিন হবে।

আইন বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষাথী শেফাইয়েতুল ইসলাম বলেন, এটা আমাদের জন্য সত্যিই অনেক আনন্দের দিন। বিশ্ববিদ্যালয় জীবনের প্রায় শেষ পথে আমরা, আর কিছু দিনের মধ্যে আমরা ক্যাম্পাস থেকে চলে যাবো । তবে এ রকম অভিজ্ঞতা আমাদের আগে দরকার ছিল।

আইন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রফিকুল আলম জানান, কোর্ট পরিদর্শনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে আইন পেশার বাস্তবিক একটা ধারণা জন্মাবে, যা তাদের কে সুন্দর ভবিষ্যৎ নির্মাণে সামনের দিনগুলাতে আরও অনেক সহায়তা করবে।

এ সময় আইন বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষাথী সহ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রফিকুল আলম , প্রভাষক ফারাহ ইকবাল ও প্রভাষক মঞ্জুরুল হাসান উপস্হিত ছিলেন।



মন্তব্য চালু নেই