গণ বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা আরম্ভ ২৯ অক্টোবর
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গণবি) ২০১৫ সালের সকল বিভাগের অনার্স এবং মাস্টার্সের সেমিস্টার ফাইনাল পরীক্ষা আগামী ২৯ অক্টোবর থেকে সকাল ও দুপুর এই দুই শিফটে অনুষ্ঠিত হবে।
পরীক্ষা শেষ হবে আগামী ১০ নভেম্বর। বিষয়টি পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূএে জানা গেছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা গেছে এখনও কিছু বিভাগে শেষ মুহূর্তের ক্লাস, মিড টার্ম পরীক্ষা চলছে। তবে বেশীর ভাগ বিভাগের ক্লাস শেষ হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মীর মূর্তজা বলেন, পরীক্ষার সকল প্রস্তুতি আমরা ইতিমধ্যে শেষ করেছি।
উল্লেখ্য, ১৪ টি বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা একযোগে শুরু হচ্ছে।
মন্তব্য চালু নেই