গণ বিশ্ববিদ্যালয়ে মানবদেহ দান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

“মানবদেহ দানের মাধ্যমে মানবসেবা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হল সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে(গণবি)। বুধবার(১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ৩১৮ নং কক্ষে বেলা ১২টায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।

গণবির উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দীন আহমেদের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন ভারতের কোলকাতার সামাজিক সংগঠন গণদর্পণের প্রতিষ্ঠাতা শ্রী ব্রজ রায় এবং গণদর্পণের অন্যতম সংগঠক শ্রী সুজিত মুখোপাধ্যায়। এছাড়া কোলকাতার এস.এস.কে.এম হাসপাতালের ডাঃ রাজেন্দ্র পান্ডে ও ডাঃ সিতি রায় চৌধুরী বক্তব্য রাখেন।

বক্তারা মৃত্যুর পর নিজ দেহ আর্ত-মানবতার সেবায় দান করে যাবার জন্য সবাইকে উৎসাহিত করেন। তারা বলেন-“ডাক্তাররা মানবসেবায় নিয়োজিত। আর তাদেরকে কাজে সহায়তা করলে হবে বিজ্ঞানের জয়, তথা মানবকল্যাণের জয়।” তাছাড়া পঙ্গু মানুষদের জন্য এই কাজের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সেমিনারে গণ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিল।



মন্তব্য চালু নেই