গণ বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজী বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর গণ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজী বিভাগের ২৮তম ব্যাচের নবীনবরণ ও ২০তম ব্যাচের বিদায় সংবর্ধনা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মেসবাহ উদ্দিন আহমেদ।
মাইক্রোবায়োলজী বিভাগের প্রধান ড. রেজয়ানা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন,ফার্মেসী বিভাগের প্রধান ড. গোলাম মোহাম্মদ, মাইক্রোবায়োলজী বিভাগের প্রফেসর মোস্তাফিজুর রহমান।
এছাড়া অন্যান্য বিভাগের প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থীরাও অনুষ্ঠান অংশ নেন।
প্রধান অতিথি তার আলোচনায় নবীনদেরকে জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যত চ্যালেঞ্জের মোকাবেলার আহ্বান জানান। সর্বশেষ তিনি নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মঙ্গল কামনা করেন।
সভাপতির বক্তব্যে ড. রেজয়ানা খান নবীন,প্রবীন,অতিথি এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের প্রথম পর্ব আলোচনা এবং দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা, নাচ-গান, নাটক ,কনসার্টের মাধ্যমে শেষ হয় যার বিশেষ আকর্ষন ছিল জাতীয় পর্যায়ের নৃত্যশিল্পী মিশু দেওয়ান।
মন্তব্য চালু নেই