গণ বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজী প্রিমিয়ার লীগ শুরু
সোমবার সাভারের গণবিশ্ববিদ্যালয়ে প্রথমবারেরমতো মাইক্রোবায়োলজী প্রিমিয়ারলীগের(এমপিএল)পর্দাউঠেছে।
বিশ্ববিদ্যালয়েরউপ-রেজিস্টার মীর মূর্তজা আলী বাবু প্রধান অতিথী হিসাবে উপস্হিত থেকে দুপুর ৩টায় কেন্দ্রীয় খেলার মাঠে এমপিএল এর শুভ উদ্বোধন ঘোষনা করেন।
এ সময় মাইক্রোবায়োলজী বিভাগের প্রধান ড. রেজয়ানা খানের সভাপতিত্বে বিভাগের শিক্ষকসহ, কয়েক শতাধিক শিক্ষার্থী উপস্হিত ছিলেন।
খেলা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাঠে উৎসব মূখর পরিবেশ লক্ষ্য করা যায়।
সোমবার ম্যাচের প্রথম খেলায় Micro Unicorn বনাম Micro Pirates মুখোমুখি হয়।
খেলায় আম্পিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ জুলহাস উদ্দিন ও মোঃ তারিকুজ্জামান। এবার এমপিএল এ ৪টি দল অংশ নিচ্ছে।
মাইক্রোবায়োলজী বিভাগের ২৭তম ব্যাচের শিক্ষার্থীরথী বিশ্বাস জানান,প্রথমবারের মতো এমপিএল দেখতে বেশ ভাল লাগছে। সামনের দিনেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার মীর মূর্তজা আলী বাবু বলেন, পড়াশুনার পাশাপাশি ছাএদের খেলাধুলা চর্চাও প্রয়োজন।যা তাদের জ্ঞান-ভান্ডারকে আরও সমৃদ্ধ করবে।
মন্তব্য চালু নেই