গণ বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজী প্রিমিয়ার লীগ শুরু

সোমবার সাভারের গণবিশ্ববিদ্যালয়ে প্রথমবারেরমতো মাইক্রোবায়োলজী প্রিমিয়ারলীগের(এমপিএল)পর্দাউঠেছে।

বিশ্ববিদ্যালয়েরউপ-রেজিস্টার মীর মূর্তজা আলী বাবু প্রধান অতিথী হিসাবে উপস্হিত থেকে দুপুর ৩টায় কেন্দ্রীয় খেলার মাঠে এমপিএল এর শুভ উদ্বোধন ঘোষনা করেন।

এ সময় মাইক্রোবায়োলজী বিভাগের প্রধান ড. রেজয়ানা খানের সভাপতিত্বে বিভাগের শিক্ষকসহ, কয়েক শতাধিক শিক্ষার্থী উপস্হিত ছিলেন।
খেলা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাঠে উৎসব মূখর পরিবেশ লক্ষ্য করা যায়।

100_5657

সোমবার  ম্যাচের প্রথম খেলায় Micro Unicorn বনাম Micro Pirates মুখোমুখি হয়।

খেলায় আম্পিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ জুলহাস উদ্দিন ও মোঃ তারিকুজ্জামান। এবার এমপিএল এ ৪টি দল অংশ নিচ্ছে।

মাইক্রোবায়োলজী বিভাগের ২৭তম ব্যাচের শিক্ষার্থীরথী বিশ্বাস জানান,প্রথমবারের মতো এমপিএল দেখতে বেশ ভাল লাগছে। সামনের দিনেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার মীর মূর্তজা আলী বাবু বলেন, পড়াশুনার পাশাপাশি ছাএদের খেলাধুলা চর্চাও প্রয়োজন।যা তাদের জ্ঞান-ভান্ডারকে আরও সমৃদ্ধ করবে।

100_5635



মন্তব্য চালু নেই