গণ বিশ্ববিদ্যালয়ে বিবিএ বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2016/03/IMG_0865-900x450.jpg)
বিধান মুখার্জী, গণ বিশ্ববিদ্যালয় থেকে: শনিবার (৫ মার্চ ২০১৬) গণ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ ১০ম ব্যাচ এর নবীনবরন এবং ১ম, ২য় ও ৩য় ব্যাচের বিদায় সংবর্ধনা একাডেমিক ভবনে ৪১৮ নং কক্ষে অনুষ্ঠিত হয়।
ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আলমগীর কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মেসবাহউদ্দীন আহমেদ, স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান অনুষদের ডীন ড. হাসিন অনুপমা আযহারি, গণস্বাস্থ্য মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক. লায়লা পারভিন বানু।
এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকরা ও ব্যবসায় প্রশাসন বিভাগের সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অতিথিবৃন্দের আলোচনার মধ্য দিয়ে প্রথমার্ধ পর্বের সমাপ্তি ঘটে পরে অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ,গান,নাটক দিয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান সাজানো হয়। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ব্যান্ড সংগীত এর মাধ্যমে।
মন্তব্য চালু নেই