গণ বিশ্ববিদ্যালয়ে বিবিএ শিক্ষার্থীদের নবীন বরণ
গণ বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রোগ্রামের ৮ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান আজ ৭ মার্চ শনিবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাহমুদ শাহ কোরেশী প্রধান অতিথি এবং গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. লায়লা পারভীন বানু, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন ড. হাসিন অনুপমা আজহারী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক নিগার সুলতানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মীর মুর্ত্তজা আলী বাবু, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের সিনিয়র প্রভাষক ফারহানা আক্তার ও প্রভাষক তন্ময় বিশ্বাস এবং শিক্ষার্থী আছিফ হোসেন ও অজন্তা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে নিজেদের যোগ্য করে গড়ে তোলার পরামর্শ দেন।
অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্তব্য চালু নেই