গণ বিশ্ববিদ্যালয়ে বিবাহিত-অবিবাহিত প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

বৃহঃবার (১০ সেপ্টেম্বর) সাভারের গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে আইন বিভাগ ৫ম ব্যাচের শিক্ষার্থীদের বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন এ খেলার উদ্ধোধন করেন। এ সময় আইন বিভাগের শিক্ষক ফারাহ ইকবাল, আব্দুর সালাম, মনিরুল ইসলাম, মিনহাজুর রহমান, মোঃ শরিফুল ইসলাম উপস্হিত ছিলেন। খেলার আয়োজক হিসাবে ছিলেন অবিবাহিত দলের অধিনায়ক এম এ আওয়াল।

বিবাহিত ও অবিবাহিত মধ্যকার ফুটবল লড়াই দেখতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মাঠে ভিড় জমায়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে দুই দলই ১ – ১ গোলে ড্র করে।



মন্তব্য চালু নেই