গণ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী প্রিমিয়ার লীগ শুরু

সোমবার সাভারের গণবিশ্ববিদ্যালয়ে ফার্মেসী প্রিমিয়ার লীগের (পিপিএল) ৪র্থ আসরের পর্দা উঠেছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোঃ দেলোয়ার হোসেন দুপুর ৩টায় কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন উড়িয়ে পিপিএল এর উদ্বোধন ঘোষনা করেন। এসময় উপ-রেজিস্টার মীর মুর্তজা আলী, ফার্মেসী বিভাগের শিক্ষকসহ, কয়েক শতাধিক শিক্ষার্থী উপস্হিত ছিলেন।

খেলা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাঠে উৎসব মূখর পরিবেশ দেখা যায়। আজ ম্যাচের প্রথম খেলায় ফার্মেসী ২৭তম ব্যাচ বনাম ২৪তম ব্যাচ মুখোমুখি হয়। খেলায় ২৪ তম ব্যাচ ৪ ইউকেটে জয় লাভ করে। ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয় নায়েফ রহমান হৃদয়।

খেলায় আম্পিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন ১৮তম ব্যাচের শিক্ষার্থী রবিউল আলম ও আইয়া শাহিন। এবার পিপিএল এ ৮টি দল অংশ নিচ্ছে। খেলা প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠে চলবে। আয়োজক হিসাবে রয়েছে ২৩তম ব্যাচ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোঃ দেলোয়ার হোসেন বলেন, এ ধরনের উদ্যোগকে আমি স্বাগত জানায়।পড়াশুনার পাশাপাশি ছাএদের খেলাধুলা চর্চাও প্রয়োজন। যা তাদের জ্ঞান-ভান্ডারকে আরও সমৃদ্ধ করবে।

IMG_0677



মন্তব্য চালু নেই