গণ বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারনেট কীভাবে উচ্চ শিক্ষায় সহায়তা করতে পারে’ শীর্ষ কর্মশালা
ইন্টারনেট সপ্তাহ-২০১৫ উপলক্ষে বৃহঃবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪১৭ নম্বর কক্ষে “ইন্টারনেট কীভাবে উচ্চ শিক্ষায় সহায়তা করতে পারে” শীর্ষ সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে আইসিটি, বেসিস ও গ্রামীণফোনের সমন্বিত উদ্যোগে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটারে বাংলা ফন্ট বিজয়ের প্রবর্তক মোস্তফা জব্বার এ সময় বিশেষ অতিথিদের মধ্যে ভৌত ও গাণিতিক বিদ্যা অনুষদের ডীন হাসিন অনুপমা আজহারী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, গ্রামীণফোন আইটির সিস্টেম ইঞ্জিনিয়ার ইমতিয়াজ আহমেদ খানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ কয়েক শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি কো-অর্ডিনেটর হিসাবে ছিলেন গণ বিশ্ববিদ্যালয় বেসিস স্টুডেন্ট ফোরামের কনভেনার মো. মোজাম্মিল হোসেন খান।
মন্তব্য চালু নেই