গণ বিশ্ববিদ্যালয়ে অর্থমন্ত্রীর কুশপুতুল দাহ

বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের উপর ৭.৫ শতাংশ ভ্যাট কমানো হবে না বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যের প্রতিবাদে ২২ আগস্ট শনিবার তার কুশপুতুল দাহ করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় নো ভ্যাট অন এডুকেশনের গণ বিশ্ববিদ্যালয় সমন্বয়কারী আইন বিভাগের শিক্ষার্থী পলাশের নেতৃত্বে দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে কয়েক শতাধিক শিক্ষার্থীর উপস্হিতিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কুশপুতুল দাহ করা হয়।

সাধারণ শিক্ষার্থীরা বলেন, আমরা নিজের বাবা-মার অর্থ খরচ করে পড়ালেখা করছি । অথচ ‘অর্থমন্ত্রী ১৪ আগস্ট সিলেটে শিক্ষা খাতে ভ্যাট নিয়ে যে বক্তব্য রেখেছেন তা শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদসহ দেশের আপামর জনসাধারণের সাথে উপহাসের সামিল। অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবী জানান তারা।

উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সাংবাদিক সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন নো ভ্যাট অন এডুকেশনের মুখপাত্র ফারুক আহমাদ আরিফ।



মন্তব্য চালু নেই