গণ বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবস উদযাপন

বিধান মুখার্জী, গণ বিশ্ববিদ্যালয়: দেশের জন্য জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং জাতীয় স্মৃতিসৌধের উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে গণ বিশ্ববিদ্যালয়। ২৬ মার্চ সকালে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ এবং রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীগণ র‌্যালী নিয়ে জাতীয় স্মৃতিসৌধে সমবেত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে জাতীয় স্মৃতিসৌধের উন্মুক্ত মঞ্চে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সঙ্গীত পরিচালক এনায়েত-এ মওলা জিন্নাহ এর পরিচালনায় শিক্ষার্থীরা দেশাত্মবোধক ও স্বাধীন বাংলা বেতারের গান পরিবশেন করেন। বিপুল সংখ্যক দর্শক এ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী, রাজনীতি ও প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. এম নজরুল ইসলাম, ফার্মেসী বিভাগের প্রধান ড.গোলাম মোহাম্মদ সহ বিভিন্ন বিভাগের প্রধানরা, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই