গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা ১৮ এপ্রিল
আগামী ১৮ এপ্রিল, ২০১৫ (০৫ বৈশাখ, ১৪২২) তারিখ, শনিবার সকাল সাড়ে ১১টায় গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা বিশ্ববিদ্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, নতুন বিভাগ খোলা, ছাত্র ভর্তি, পরীক্ষার ফলাফল ইত্যাদি বিষয় নিয়ে একাডেমিক কাউন্সিলের সদস্যগণ আলোচনা করবেন।
এ উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের অভিভাবকগণের গণ বিশ্ববিদ্যালয়ের ক্লাস, সিলেবাস, শিক্ষকগণের ক্লাস গ্রহণ, পরীক্ষা, ক্লাসের সময়সূচী ইত্যাদি সম্পর্কে কোন প্রশ্ন বা বক্তব্য থাকলে এবং তা একাডেমিক কাউন্সিলের আলোচ্যসূচিতে সংযোজন করতে আগ্রহী হলে, বিষয়টি/ বিষয়গুলি আগামী ১৭ এপ্রিল, ২০১৫ (০৪ বৈশাখ, ১৪২২) তারিখ শুক্রবার, দুপুর ১২টার মধ্যে গণ বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রারের অফিসে লিখিতভাবে জমা দিতে অনুরোধ করেছে।
মন্তব্য চালু নেই