গণস্বাস্থ্য মেডিকেলে শুরু হলো তৃতীয় ইন্টার এমবিবিএস ক্রিকেট টুর্নামেন্ট
ওমর ফারুক সোহান: সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ১৯তম ব্যাচের প্রয়াত শিক্ষার্থী ইনজামাম-উল-হক সোহাগ এর নামকরনে (২৭ফেব্রুয়ারি) থেকে শুরু হলো “প্রয়াত ইনজামাম মেমোরিয়াল তৃতীয় ইন্টার এমবিবিএস ক্রিকেট টুর্নামেন্ট-২০১৬”।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত ইনজামামের বাবা মো. শোয়েব খান এবং সাভার বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ইলিয়াস খান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ ।এইবারের টুর্নামেন্টে প্রথমবারের মতো এমবিবিএস এর সাতটি ব্যাচ অংশগ্রহণ করছে ।
ইনজামামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে বেলা ১টায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান । শুরুতে ইনজামামের নামে টুর্নামেন্টের নামকরণ করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান ইনজামামের বাবা ।
সভাপতির বক্তৃতায় মাননীয় উপাচার্য সবার মধ্যকার ভেদাভেদ ভুলে সম্প্রীতি ও বন্ধুত্বের বন্ধন গড়ে তোলার আহ্বান জানান ।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফিজিওলজী বিভাগীয় প্রধান অধ্যাপক মুনজিবা শামস, প্রভাষক ডা. জাহাঙ্গীর আলম , ডা. মিতালী সাহা, ডা. বিভাস পাল, ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বিশ্বজিত কুমার দাস, সহকারী প্রভাষক ডা. গোলাম মোস্তফা টুটুল সহ এমবিবিএস এর সাতটি ব্যাচের শিক্ষার্থীরা ।
ক্রমবর্ধমান ধারাবাহিকতায় এইবারের টুর্নামেন্টের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে এমবিবিএস ১৯তম ব্যাচের শিক্ষার্থীরা । ১৯তম ব্যাচের ক্লাস রিপ্রেজেন্টেটিভ শাহ মো. আরমান এবং প্রধান ব্যবস্থাপক এস.এম ফরিদ সফল ভাবে টুর্নামেন্ট আয়োজনে সকলের সহযোগিতা কামনা করেন ।
অনুষ্ঠান শেষে ১৯তম ও ২০তম ব্যাচের মধ্যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
মন্তব্য চালু নেই