গণমাধ্যমকর্মীদের সম্মানে রাবি প্রশাসনের ইফতার

ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও রাজশাহী শহরের গণমাধ্যমকর্মীদের সম্মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জনসংযোগ দফতর এ ইফতারের আয়োজন করে।

জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ, রেজিষ্টার অধ্যাপক মু. এন্তাজুল হক, প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমানসহ শতাধিক গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জনসংযোগ দফতরের পক্ষ থেকে সাবেক প্রশাসক অধ্যাপক ইলিয়াস হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।



মন্তব্য চালু নেই