গণভবনের ইফতার মাহফিলে অংশ নিলেন ক্রিকেটাররা

তাদের এক রঙা কাপড় পরাটা নতুন কোন ঘটনা নয়। বলা হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কথা। মাঠে একই রকম জার্সি পরে খেলাটাই তাদের পেশা। এবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিমন্ত্রণে গণভবনে ইফতার মাহফিলেও একই রকম পোশাকে হাজির হলেন তারা। সবার শরীরেই ছিল সাদা রঙের পাঞ্জাবি।
প্রধানমন্ত্রীর সাথে এক সাথে ইফতার মাহফিলে অংশ নিতে জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি ছিলেন কোচিং স্টাফরাও। এই অনুষ্ঠানে বিশ্বকাপের ভাল পারফরম্যান্স, পাকিস্তানকে হোয়াইটওয়াশ, ভারতের বিপক্ষে সিরিজ জয়ের জন্য ক্রিকেটাররা অর্থ পূরস্কার পাবেন।
এছাড়া এই অনুষ্ঠানে আরও ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, বোর্ডের নির্বাচক কমিটির তিন সদস্য ও তিন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ, হাবিবুল বাশার সুমন, মিনহাজুল আবেদীন নান্নু। আরও ছিলেন আরেক সাবেক অধিনায়ক ও ক্রিকেট অপারেশন্স কমিটির সভাপতি নাইমুর রহমান দুর্জয়।
মন্তব্য চালু নেই