গণ বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট উইক উদযাপন ৬ সেপ্টেম্বর

আগামী ৬ সেপ্টেম্বর রবিবার গণ বিশ্ববিদ্যালয়ের সি.এস.ই বিভাগের প্রচেষ্টায় ICT ,BASIS, GrammenPhone এর সমন্বিত উদ্যোগে Internet Week-2015 উদযাপন উপলক্ষ্যে সেমিনার এবং ““Sky Tracker Ltd.” এর উদ্যোগে দুই দিন ব্যাপী জব ফেয়ারের আয়োজন করা হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড.মেসবাহ উদ্দিনের সভাপতিত্বে উক্ত সেমিনার ও জব ফেয়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা বিজয়ের প্রবর্তক জনাব মোস্তফা জব্বার।

বিশেষ অতিথিবৃন্দের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু, জিপি আইটির সিস্টেম ইঞ্জিনিয়ার ইমতিয়াজ আহমেদ খান উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানটি কো-অর্ডিনেট করবেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ও গণ বিশ্ববিদ্যালয় বেসিস স্টুডেন্ট ফোরাম এর কনভেনার মোঃ মোজাম্মিল হোসেন খান।



মন্তব্য চালু নেই