গণবিতে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ফার্মেসী বিভাগ চ্যাম্পিয়ন

সাভারের গণবিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মেয়েদের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
রবিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় ইংরেজি বিভাগকে ২-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফার্মেসী বিভাগ।
খেলার সময় মাঠের চারপাশে উৎসুক জনতার বেশ ভীড় লক্ষ্য করা যায়। জয়ের পরে ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা মাঠে আনন্দ মিছিল বের করে।
ফার্মেসী বিভাগের ইফফাত ফারা মৌসুমী জানান, এবার আমাদের মনবল অনেক বেশী ছিল এবং অন্যবারের চেয়ে আমরা এবার বেশী অনুশীলন করেছি। তারপরও বৈরী আবহাওয়ার কারণে খেলতে বেশ সমস্যাই হয়েছে ।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো.দেলোয়ার হোসেন, সহকারী রেজিস্ট্রার আবু মোহাম্মদ মোকাম্মেল, ক্রীড়া কমিটির সভাপতি রফিকুল আলম সহ সকল বিভাগের শিক্ষকরা ।
উল্লেখ্য, এবার ৭দিন ব্যাপী এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে ১৪টি দল। বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করা হবে সোমবার।



মন্তব্য চালু নেই