গণতন্ত্রের স্বার্থেই স্থানীয় নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি : রিজভী
বহুদলীয় গণতন্ত্র প্রসারিত করতেই আত্মসম্মানহীন নিপীড়কের অধীনে বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ (রোববার) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
নির্বাচন কমিশন নিয়ে এতো সমালোচনা করার পরও কেন তাদের অধীনেই নির্বাচনে যাচ্ছেন-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসি সরকারের লোক তা জনগণ জেনেছে। তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। কারণ তারা স্বচ্ছ নির্বাচকে যাদুঘরে পাঠিয়েছে তা জনগণ দেখতে পাচ্ছে। বিএনপি গণতন্ত্রের বিপক্ষে নয়, তাই বহুদলীয় গণতন্ত্র প্রসারিত করতেই স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন প্রমুখ।
মন্তব্য চালু নেই