‘গণতন্ত্রের ওড়না পরে খালেদা হালাল হতে চান’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘খালেদা জিয়া ফিটফাট হয়ে গণতন্ত্রের ওড়না পরে হালাল হওয়ার চেষ্টা করছেন। আমরা পরিষ্কার বলে দিতে চাই আগুন সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের গণতন্ত্রে হালাল করা যাবে না।’

কুষ্টিয়া সার্কিট হাউজে শনিবার সকাল সাড়ে ১০টায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম জিয়া তার বিরুদ্ধে মামলাকে রাজনৈতিক হয়রানি বলছেন। কিন্তু আমরা কখনো কাউকে হয়রানি করি না। খালেদা জিয়া মধ্যযুগীয় মহারানী নয়, যে তার বিরুদ্ধে মামলা করা যাবে না। গণতন্ত্রে আইনের উর্ধে কেউ নয়।’

তিনি বলেন, ‘আমাদের সিদ্ধান্ত নিতে হবে হয় গণতন্ত্র থাকবে না হলে বাংলাদেশকে আগুন সন্ত্রাসী জঙ্গিবাদীদের কাছে তালেবাননদের মতো ইজারা দিতে হবে। আমরা গণতন্ত্র রক্ষায় আগুন সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের বাংলাদেশে রাখব না।’

জামায়াতকে নিষিদ্ধের ব্যাপারে ইনু বলেন, ‘আমরা তো পশু নই যে একজনকে ধরে ফাঁসি দিয়ে দিব। সাম্প্রদায়িকতা ও যুদ্ধাপরাধ, জঙ্গিবাদিতার জন্য জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়টি আমরা আইনগতভাবে দেখছি। গণতন্ত্র পরিষ্কার রাখতে জামায়াতকে রাজনীতি থেকে নিষিদ্ধ করাই উচিত।’

এ সময় ইনুর সাথে ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম ও জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ অন্যরা।



মন্তব্য চালু নেই