‘গডফাদার’ পরিচয় পাওয়া কোনো নেতা মনোনয়ন পাবেন না
‘গডফাদার’ পরিচয় পাওয়া কোনো নেতাকে আগামী জাতীয় সংসদ নিবার্চনে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, বর্তমান সব এমপি-ও পাচ্ছে না দলের মনোনয়ন। নির্বাচনের আগে ১৪ দলীয় জোটের আকার বাড়ছে না বলেও জানিয়েছেন তিনি।
নির্বাচনের বাকি দেড় বছরেরও বেশি। তবে নির্বাচনকালীন সরকার ও নির্বাচন ব্যবস্থা নিয়ে সরগরম রাজনীতি। ভেতরে ভেতরে প্রস্তুতি চলছে। এ নিয়ে দৃশ্যমান কোন্দলও আছে সরকারি দলের মধ্যে। নির্বাচনের আগে দলের মধ্যে শৃঙ্খলা ফেরানোকেই বড় চ্যালেঞ্জ মনে করছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, জরিপ চলছে। আগামী নির্বাচনে ক্লিন ইমেজের নেতারাই মনোনয়ন পাবেন। নির্বাচনের আগে ১৪ দলীয় জোটের পরিধি বাড়ছে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশা করছেন, দুই মেয়াদে সরকার তৃণমূলে যে উন্নয়ন ঘটিয়েছে নির্বাচনী জনরায়ে তার প্রতিফলন থাকবে। পদ্মা সেতুর মতো বড় প্রকল্পগুলোর কাজও যথাসময়ে শেষ হবে বলে জানান ওবায়দুল কাদের।
মন্তব্য চালু নেই