গঠনতন্ত্র সংশোধনে তৃণমূলের মতামত নেবে আ’লীগ

আসন্ন ২০তম জাতীয় সম্মেলনে দলীয় গঠনতন্ত্র পরিবর্তন করতে তৃণমূল নেতাকর্মীদের মতামত নেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে বুধবার বিকেলে সম্মেলন উপলক্ষে গঠিত গঠনতন্ত্র উপ-পরিষদের বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে গঠনতন্ত্র উপ-পরিষদ আহ্বায়ক ও দলটির কৃষি-সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ১৫ জুনের মধ্যে গঠনতন্ত্র সংক্রান্ত রিপোর্ট চূড়ান্ত করব। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সাড়ে ৭ বছরের অনেক অর্জন রয়েছে। আগামী সম্মেলনে এই অর্জনের ধারাবাহিকতা রক্ষা ও ভবিষ্যতের পথচলা নির্ধারণ করবেন কাউন্সিলরা।’

তিনি বলেন, ‘৭৩ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা বাড়তে পারে। আমাদের বেশ কয়েকটা বিভাগ হয়েছে, যেহেতু দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বিভাগে একজন করে সাংগঠনিক সম্পাদক সেক্ষেত্রে এটা বাড়াতে হতে পারে। যুগ্ম-সাধারণ সম্পাদক, সভাপতিমণ্ডলীর সদস্য বাড়াতে হতে পারে।’

গঠনতন্ত্র উপ-পরিষদ আহ্বায়ক বলেন, ‘বিশ্বের প্রাচীন গণতান্ত্রিক রাজনৈতিক দল লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি, ভারতের প্রাচীন দল কংগ্রেস, বিজেপি, তৃণমূল কংগ্রেসসহ কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর দলের গঠনতন্ত্র আমরা সংগ্রহ করেছি। এগুলো দেখে আমাদের গঠনতন্ত্র সংশোধনের জন্য মতামত উপস্থাপন করব। সব মিলিয়ে দলীয় গঠনতন্ত্রকে যুগোপযোগী করার জন্য আমরা প্রয়োজনীয় প্রস্তাব উপস্থাপন করব।’

উপ-পরিষদ আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন— উপ-পরিষদ সদস্য সচিব অ্যাডভোকেট আফজাল হোসেন, সদস্য মাহবুব-উল আলম হানিফ, কর্নেল (অব.) ফারুক খান, আবদুর রহমান, মেজবাহ উদ্দিন সিরাজ, খালিদ মাহমুদ চৌধুরী, খ ম জাহাঙ্গীর হোসাইন, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন প্রমুখ।



মন্তব্য চালু নেই