খ্যাতির বিড়ম্বনায় শাহরুখের সেই সেলফি সুন্দরী

নিজেও জানতে পারেননি কখন বিখ্যাত হয়ে গেছেন। শাহরুখের সেলফিতে কী করে অমন প্রমিনেন্ট পোজিশন পেয়ে গিয়েছিলেন তা নিয়ে নিজেই বিস্ময় প্রকাশ করেছেন সাইমা হুসেন মির। কাশ্মীরের এই মেয়ে পুণের সিমবায়োসিসের তৃতীয় বর্ষের ছাত্রী। কয়েক দিন আগে ‘রইস’ ছবির মুক্তির সময় পুণের এই কলেজ ক্যাম্পাসে গিয়েছিলেন শাহরুখ। সেলফি তোলেন

ছাত্র–ছাত্রীদের সঙ্গে। আর সেই সেলফি সোশ্যাল মিডিয়ায় আসতেই রাতারাতি ভাইরাল। তাঁকে নিয়ে এত হইচই জেনে প্রথমে বেশ আপ্লুতই হয়েছিলেন। কিন্তু খ্যাতির যে বিড়ম্বনাও কম নয়, তা এ বার টের পাচ্ছেন কাশ্মীরি সুন্দরী। সেলফি পর্বের পর থেকেই নিয়মিত বিয়ের প্রস্তাব পেয়েই যাচ্ছেন সাইমা। মাঝরাতেও আসছে উড়ো ফোন কল। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও নাকি বিরক্ত হতে হচ্ছে সাইমাকে।

তবে বিরক্তির জেরে নিজেকে গুটিয়ে নেওয়ার পক্ষপাতি নন সাইমা। ফেসবুকে পোস্ট দেন মোটামুটি নিয়মিত। নিজের আঁকা ছবিও ফেসবুকে আপলোড করেন কিছু দিন আগে। ক্যাপশান দেন ‘নট জাস্ট এ প্রিটি ফেস’। সে ছবিতেও লাইকের বহর চমকে দেওয়ার মতো।-



মন্তব্য চালু নেই