খোলামেলা মম (ভিডিও)

শিহাব শাহিন পরিচালিত ছুঁয়ে দিলে মন সিনেমার টিজারে চিত্রনায়িকা মমকে বেশ খোলামেলা দৃশ্যে দেখা গেছে। পহেলা ডিসেম্বর, সোমবার ইউটিউবে সিনেমাটির টিজার প্রকাশ 9করা হয়েছে।

টিজারে দেখা গেছে, তিনি এমন কিছু কাপড় পরে অভিনয় করেছেন যেখানে তাকে বেশ খোলামেলা মনে

হয়েছে। এতে তাকে ভেজা কাপড়ে বেশ আকর্ষণীয় লেগেছে। এ ছাড়া একটি দৃশ্যে চিত্রনায়ক আরেফিন শুভর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যেও দেখা গেছে।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ ও জাকিয়া বারী মম। এ ছাড়া আরো অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগরসহ আরো অনেকে।

জানা গেছে, সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় দিন গুনছে। ২৮ নভেম্বর, শুক্রবার সন্ধ্যায় বসুন্ধরা সিটির আইস স্কেটিং জোনে প্রকাশ করা হয় ছুঁয়ে দিলে মন সিনেমার অডিও অ্যালবাম।

জিরোনা এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিত অ্যালবামটিতে

গান রয়েছে ছয়টি। গানগুলো লিখেছেন- মারজুক রাসেল, সাজু খাদেম, শাহান কবন্ধ, সিরাজুম মনির ও সোমেশ্বর অলি। সুর করেছেন হাবিব ওয়াহিদ ও সাজিদ সরকার। আর কণ্ঠ দিয়েছেন হাবিব, তাহসান, কনা, ইমরান, শাকিলা, শাওন, নির্জন হাবিব।

ভিডিও : ছুঁয়ে দিলে মন সিনেমার টিজার :

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=da_6eD1GgfQ



মন্তব্য চালু নেই