খোলামেলা কথা বলবেন মৌসুমী হামিদ

জনপ্রিয় মুখ মৌসুমী হামিদ। ছোটপর্দা থেকে তিনি এখন বড়পর্দাতেও নিয়মিত। অভিজ্ঞতার ঝুলিটাও অনেক। একটি রিয়েলিটি শো থেকে উঠে আসা এই তারকার যাত্রাপথ ততটা মসৃণ ছিলো না। সংগ্রাম করে যাচ্ছেন এখনো। এবার নিজের জীবনের উত্থান-পতন নিয়ে খোলামেলা কথা বলবেন মৌসুমী। আরটিভির অনুষ্ঠান ‘লেট নাইট কফি’তে নিজের জীবনের গল্প তুলে ধরবেন তিনি। সঙ্গে থাকবে লাইভ টিপস এবং ফানও।

মৌসুমী’র ভক্তরাও সরাসরি যোগাযোগ করে নানা প্রশ্ন করতে পারবেন। টেলিফোন ও ই-মেলের মাধ্যমে দর্শকরা কথা বলতে পারবেন এই লাইভ অনুষ্ঠানে।

মারিয়া নূর ও তৌসিফ এর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার হবে ২১ নভেম্বর শনিবার রাত ১২ টা ১ মিনিটে। এটি প্রযোজনা করেছেন সোহেল রানা বিদ্যুত।



মন্তব্য চালু নেই