খেলার মাঠেই নামাজ আদায় করলেন ক্রিকেটার

শতক পূর্ণ করে অনেকেই মাটিতে সেজদা করে থাকেন। আবার অনেক ক্রিকেটার আছেন যারা মাঠে নামাজের সময় হলে নামাজ আদায় করে নেন। এমনই এক জিম্বাবুয়ের ক্রিকেটার যিনি মাঠেই নামাজ আদায় করে নিলেন।

পাকিস্তান সফরে এসেছে জিম্বাবুয়ের ক্রিকেট দল। শুক্রবার মাঠে নামার আগে অনুশীলন করে দলটি। অনুশীলনের এক ফাঁকে নামাজ আদায় করে নেন সিকান্দার রাজা। এএফপির ফটোগ্রাফার তা ক্যামেরা বন্দি করেন।

জঙ্গি হানার হুমকি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কায় ২০০৯ সালের পর থেকে দীর্ঘ ছয় বছর কোনো দেশ ক্রিকেট খেলতে যায়নি পাকিস্তানে।
তবে ভয়ভীতি ও প্রতিবন্ধকতা উপেক্ষা করে জিম্বাবুয়ে এখন পাকিস্তানে।

তাদের হাত ধরেই দেশটিতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। দুটি টি-২০ এবং তিনটি ওডিআই খেলবে জিম্বাবুয়ে। সব ম্যাচই হবে লাহোরে। সূত্র : এএফপি



মন্তব্য চালু নেই