খেলার ভূবনে সোনাক্ষী সিনহা
কাবাডি দল কিনে খেলার ভূবনে পা দিলেন বলিউড নায়িকা সোনাক্ষী সিনহা। কয়েকদিন আগে গায়ক হানি সিংও কাবাডি দল কিনেছেন।
আইপিএল ম্যাচে দল কিনে শাহরুখ খান, প্রীতি জিন্তার ক্রিকেটের প্রতি নিজেদের আগ্রহ সামনে আসার পর থেকেই খেলার প্রতি ঝুঁকেছেন বলিউড তারকারা।
ক্রিড়াপ্রেমী তারকাদের তালিকায় অক্ষয় কুমার, হানি সিংয়ের পর যুক্ত হল সোনাক্ষী সিনহার নাম। আগামী ৯ আগস্ট থেকে লন্ডনে যে ‘ওয়ার্ল্ড কাবাডি লিগ’ শুরু হবে, সেখানে ‘দ্য হায়রে গ্রুপ’ সঙ্গে মিলিতভাবে একটি দল কিনলেন ‘দাবাং’ খ্যাত এই নায়িকা।
সোনাক্ষী সংবাদমাধ্যমের সামনে জানালেন, ‘আমি এই কাবাডি লিগের সঙ্গে যুক্ত হয়ে খুব আনন্দিত হয়েছি। এটি আমার দিক থেকে প্রথম পদক্ষেপ দেশের খেলাকে উন্নত করার জন্য।’
দলটির নাম কি হবে এখনও তা নির্ধারিত হয়নি। ২৬টি দেশজুড়ে এই কাবাডি লিগটি হবে এবং ‘ফর্মুলা ওয়ান’ খেলার ধরণ মেনে এই লিগটিতে খেলা হবে।
মন্তব্য চালু নেই