খেলাটা সমান সমান অবস্থায় আছে : ওকস

দ্বিতীয় ইনিংসের শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। মাঝে দ্রুত দুই উইকেট পড়ে গেলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা; কিন্তু দিনের শেষ বলে মাহমুদউল্লাহর উইকেটই ম্যাচে ফেরায় ইংলিশদের। আর তাই ম্যাচটিকে সমান সমান অবস্থায় দেখেছেন ইংল্যান্ড দলের অন্যতম সেরা অলরাউন্ডার ক্রিস ওকস। তবে বাংলাদেশের লিড ২৫০ রানের মধ্যে আটকে রাখতে পারলে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে ওকস বলেন, ‘হ্যাঁ, এটা (মাহমুদউল্লাহর উইকেট) অবশ্যই আমাদের একটা ভাল অবস্থানে রেখেছে। দিনের শেষ ওভাবে উইকেট তুলে নিতে পারা সবসময়ই দারুন। কারণ, এটা আগামীকালের জন্য ভাল অনুপ্রেরণা হয়। এটা এমন এক বিষয়, যেটার চেষ্টা আপনি করতে পারেন এবং শেষ ওভারে আমরা উইকেট পেয়েছি সেটা অনেক ভাগ্যের ব্যাপার। এটা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় রাতের জন্য যখন মাঠ ছেড়েছি তখন পর্যন্ত খেলাটা বেশ সাম্যাবস্থায় আছে।’

চতুর্থ ইনিংসে নিজেদের লক্ষ্য নিয়ে তিনি আরও বলেন, ‘আমি মনে করি ১৩০ (মূলতঃ ১২৮) রান এগিয়ে, সুতরাং ২৫০ বেশ হবে। এ উইকেটে আপনি ২৫০ রানের বেশি তাড়া করতে চাইবেন না। কারণ সেটাই হবে চলতি ম্যাচের সর্বোচ্চ স্কোর। যে কোন খেলার, যখন সর্বোচ্চ স্কোরটা আপনাকে তাড়া করতে হবে সেটা করা অবশ্যই কিছুটা কঠিন হবে। এর নিচে যদি রাখা যায় সেটাই ভাল।’

এদিন বাংলাদেশের চেয়ে ২৪ রানে এগিয়ে থেকে প্রথম ইনিংস শেষ করে ইংল্যান্ড। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিংই করেছে টাইগাররা। ১২৮ রানে এগিয়ে রয়েছে তারা। এ পরিস্থিতিতে আগামীকাল সকালে নিজেদের বোলারদের কাছে ভালো কিছু চান ওকস, ‘আমরা যদি আগামীকাল ভালভাবে দ্রুত উইকেট নিতে পারি এবং বাংলাদেশের টেল এন্ডে পৌঁছুতে পারি তাহলে আশা করি তাড়াতাড়ি বাংলাদেশকে শেষ করে দিতে পারব।’



মন্তব্য চালু নেই