খুশির অশ্রুতে চোখ ভাসালেন আশরাফুল

বলা হয়ে থাকে বাংলাদেশ দল যত বারই বড় দলের সাথে জয় পেয়েছে ততবারই টাইগার আশরাফুলের ব্যাট জ্বলে উঠেছে। টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ম্যাক্স ফিক্সিংয়ে অভিযুক্ত হয়ে দলের বাইরে থাকা আশরাফুল বললেন,‘আমারও স্বপ্ন ছিল, বাংলাদেশ টিম একদিন র‌্যাঙ্কিংয়ে ৫/৬ নম্বরে থাকবে এবং ওই টিমের একটি পার্ট হব আমি। এটি আমার ছোটবেলার স্বপ্ন। এই টিমে থাকতে পারলে খুব ভাল লাগত।’ জাতীয় দলের সাফল্যের কথাগুলো বলতে বলতে খুশিতে অশ্রু চলে আসে আশরাফুলের।শনিবার বাংলামেইলকে হারানোর পরেরদিন সাংবাদিকদের উদ্দেশ্য এসব কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি।

অকালে হারিয়ে যাওয়া আশরাফুল বাংলাদেশের ক্রিকেটের জাদুকরি এক নাম। তার ব্যাট হাসলেই বাংলাদেশ হাসতো। দুর্বার বাংলাদেশের অসাধারণ এগিয়ে চলা দেখছেন দূর থেকে। কেন নেই মাঠের ক্রিকেটে সে আলোচনা পুরোনো, তবে মাঠ যে তাকে ডাকে প্রবলভাবে তার অকপট স্বীকারোক্তি।

আশরাফুল বলেন, ‘খেলাটা প্রচুর মিস করি। কারণ, খেলাই আমার সব কিছু। আসলে ক্রিকেট বাদ দিলে আর তেমন কিছু আমি জানি না।’
১৫ মাসের অপেক্ষা, তারপর আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যাবে চিরচেনা অ্যাশকে।



মন্তব্য চালু নেই