খুলে যাচ্ছে ফেইসবুক
জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুক খোলার নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিম।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তারান বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের বলেন, ‘সরকারের নির্দেশনায় ১:৩৫ মিনিটে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে ফেসবুক খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ‘
তিনি আরো বলেন, ‘ফেসবুক বন্ধ থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে অনেক কষ্ট পোহাতে হয়েছে।’
ভাইবার এবং হোয়াটস্যাপ বন্ধ থাকবে বলেও জানান তারানা।
এ ব্যাপারে বিটিআরসির সচিব সারোয়ার আলম জানান, আমাদের চেয়ারম্যান সচিবালয়ে আছেন। তিনি আসলেই ফেসবুক খুলে দেওয়া হবে।
মন্তব্য চালু নেই