খুলনা মেডিকেলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ
ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর খুলনা মেডিকেল কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৪ ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।
কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল্লাহ আল মাহবুব। রোববার বেলা ১১ টার দিকে মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল্লাহ মনসুর, সাফিউল ইসলাম, অনিন্দ সুন্দর ও রাসেলকে বহিষ্কার এবং ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়।
এদিকে সংঘর্ষের পর থেকে খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। কলেজের নিরাপত্তার জন্য ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
প্রসঙ্গত, গতকাল শনিবার সকালে কলেজ ক্যান্টিনে বসাকে কেন্দ্র করে কলেজ শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন আহত হন। এসময় প্রধানমন্ত্রীর একান্ত সচিব কলেজের আইসিইউ পরিদর্শনরত ছিলেন।
মন্তব্য চালু নেই