খুলনার বৃহস্পতিবার জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল

খুলনার তেরখাদা উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবিরুল ইসলামকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত।

মঙ্গলবার রাতে খুলনা দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মইনুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এ ঘটনার প্রতিবাদে বুধবার তেরখাদা উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার ভোররাতে উপজেলার আটলিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে পুলিশ কবিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় সেখান থেকে একটি দেশী বন্দুক, ৫টি বোমা ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, তার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।



মন্তব্য চালু নেই