‘খুনীতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি-জামায়াত’

নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, দেশে গণতন্ত্রের নামে গণহত্যা করে খুনীতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি-জামায়াত জোট। কিন্তু তাদের সেই অপচেষ্টা কোনো ভাবেই সফল হবে না।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের কর্মিসভায় যোগ দিতে এসে শনিবার সকাল সাড়ে ১০টায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শাজাহান খান বলেন, ‘বেগম খালেদা জিয়ার সালাহউদ্দিন নাটক দেশবাসীর কাছে স্পষ্ট হয়ে গেছে। কেন এবং কী উদ্দেশ্যে তিনি ওই নাটক সৃষ্টি করেছিলেন তা সাধারণ মানুষ এখন বোঝেন। তারা এ সব প্রচারণাকে তাই ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন।’

তিনি বলেন, ‘সন্ত্রাস, নাশকতা করে এ পর্যন্ত অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। এসবের জন্য দায়ী খুনী খালেদাসহ তার দোসরদের বিচারের মুখোমুখি দাঁড় করতে জনতার অভিযাত্রা কর্মসূচি চলছে।’

এ সময় মন্ত্রীর সফর সঙ্গী হিসেবে জাতীয় শ্রমিক জোটের কেন্দ্রীয় সভাপতি শিরিন আকতার উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও শ্রমিক নেতা মোহাম্মদ হোসেন ফকু।

এর আগে মন্ত্রী গোবিন্দগঞ্জ শ্রমিক ইউনিয়নের এক সমাবেশে যোগ দেন।

দেশব্যাপী জনতার অভিযাত্রা কর্মসূচির অংশ হিসেব নৌ-পরিবহন মন্ত্রী এর পর পলাশবাড়ীর শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন।

দুপুরে তিনি গাইবান্ধা জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গণে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক পরিষদ ও শ্রমিক কর্মচারী, পেশাজীবী, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের যৌথ সভায় যোগ দেবেন।



মন্তব্য চালু নেই