খুনিদের রক্ষায় ঘোমটা খুলে নেমেছেন খালেদা : স্বাস্থ্যমন্ত্রী
দেশে চলমান গুপ্তহত্যায় জড়িতদের রক্ষার্থে খালেদা জিয়া ঘোমটা খুলে নেমেছেন বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
দলীয় সভানেত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার বিকেলে ১৪ দলের
বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মো. নাসিম বলেন, রমজানের পর গ্রামে-গঞ্জে ১৪ দল টিম করে লাগামহীনভাবে এ সব হত্যাকাণ্ডের বিরুদ্ধে গণজাগরণ তৈরি করবে। আগামী ১৯ জুন বিকাল ৩টা থেকে ৪ টা পর্যন্ত দেশব্যাপী ১ ঘণ্টা মানববন্ধন করবে ১৪ দল। এছাড়া ১৪ জুন ঝিনাইদহে নিহত পুরোহিতের বাসায় যাবেন ১৪ দলের নেতারা।
তিনি আরো বলেন, দেশে চলমান গুপ্তহত্যায় জড়িতদের রক্ষার্থে খালেদা জিয়া ঘোমটা খুলে নেমেছেন। অত্যন্ত কাপুরুষিতভাবে গুপ্তহত্যা ঘটানো হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, খালেদা বলেছেন, ‘আ.লীগের নেতারা নাকি হত্যাকাণ্ডে সঙ্গে জড়িত। এর মাধ্যমে তিনি খুনীদের প্রকাশ্যে প্রটেকশন দিচ্ছেন।তার এ চরিত্র নতুন নয়। এর আগে তিনি এবং তার স্বামী যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চেয়েছিলেন।
নাসিম বলেন, যারা ভাবছেন এসব ঘটনার পর আমরা আপোষ করবো, তারা বোকার স্বর্গে বাস করছেন। কারণ শেখ হাসিনা আপোস করেন না।
সভাপতির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, ফখরুল সাহেব বলেছেন চিরুনি অভিযানে নাকি তাদের কর্মীদের ধরপাকড় করা হবে। কিন্তু বিএনপি তাদের প্রশ্রয় না দিলে তাদের ভয় পাওয়ার কোন কারণ নেই।
বৈঠকের পর ১৪ দলের নেতারা পুলিশ অফিসার বাবুল আক্তারের খিলগাঁওয়ের বাসার উদ্দেশ্যে রওনা দেন।
মন্তব্য চালু নেই