খুচরা দলের নেত্রী খালেদা: খাদ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ২০ দল নয়, খুচরা দলের নেত্রী বেগম জিয়া। কয়েকটি খুচরা দল, নাম ও প্যাড সর্বস্ব দল নিয়ে খালেদা জিয়া ২০ দলীয় জোটের বৈঠক করেছেন।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
কামরুল বলেন, বিএনপি আবারও প্রমাণ করলো জামায়াত ছাড়া তারা অচল। বিএনপি নেত্রী প্রমাণ করল তার দল স্বাধীনতা বিরোধী। কেননা স্বাধীনতা বিরোধীদের সাথেই এখন তাদের স্ব-অবস্থান।
কামরুল আরও বলেন, ‘আগামী দিনে খালেদা জিয়া কী করেন, কী রূপে আবির্ভূত হন, সেই দানবীয় পৈশাচিক রূপে না, জনগণের নেত্রী হিসেবে মায়ের রূপে আবির্ভূত হন তা দেখার অপেক্ষায় রইলাম।’
এসময় আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘বেগম জিয়া রাজনীতির নামে যেভাবে অপরাজনীতির খেলায় মত্ত্ব হয়েছেন। বাংলাদেশ বাদে বিশ্বের অন্য যেকোনো দেশে হলে তিনি রাজনীতিতে অযোগ্য বিবেচিত হতেন।’
সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আভিনেতা এটিএম শামসুজ্জমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
মন্তব্য চালু নেই