খুঁড়ে দেওয়া হল রাজস্থান মাঠের পিচ, সাবধানতার জন্য আলোর সঙ্গে প্রহরা

আচমকাই রাজস্থান মাঠের পিচ খুঁড়ে দিয়ে গেল হামলাকারীর দল। আর মাত্র ক’দিন পরেই স্থানীয় ক্রিকেটের ম্যাচ শুরু হওয়ার কথা। তার আগে বাইশ গজের ওপর এমন আক্রমণে অস্থিরতা তৈরি হয়েছে।

রাজস্থান ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দুষ্কৃতিদের হামলা ঠেকানোর জন্য মাঠে আলো লাগিয়ে দেওয়া হয়েছে। রাতে সেখানে হ্যালোজেন জ্বালিয়ে রাখা হয়েছে। বিশেষ প্রহরাও মোতায়েন করা হয়েছে।

কলকাতা ময়দানে এভাবে পিচ খুঁড়ে দিয়ে যাওয়ার ঘটনা বিরল। ভারতের মাটিতে পাকিস্তানকে খেলতে দেবে না বলে মুম্বইয়ে শিবসেনা একবার পিচ খুঁড়ে দিয়ে গিয়েছিল। কলকাতায় একইরকম হুমকি তারা দিলেও শেষ পর্যন্ত সেরকম কিছু ঘটাতে পারেনি। কিন্তু ময়দানে এমন ঘটনা শোনা যায়নি কখনও। রাজস্থান ক্লাবের সচিব জগমোহন ডালমিয়ার পুত্র অভিষেক ডালমিয়া এখন সিএবি’রও সচিব। তিনি রাতে বললেন, ‘‘মাঠের পাঁচটি উইকেটই ক্ষতবিক্ষত করে দিয়ে গিয়েছে। কিন্তু কতগুলো কাপুরুষের এমন আচরণে আমাদের মাঠ তদারকির কাজ বন্ধ হবে না।’’ সিএবি সচিব হিসাবে বিভিন্ন মাঠ তদারকি করছিলেন অভিষেক। সেই কাজ পছন্দ না হওয়াতেই পিচের ওপর আক্রমণ কি না, তা নিয়ে কথা উঠেছে।



মন্তব্য চালু নেই