খাসি বলে কুকুরের মাংস খাওয়ালেন বিক্রেতা
নরসিংদী: জেলার চৌয়ালা এলাকায় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি করেছে কালাম মাসুদ নামের এক মাংস বিক্রেতা। দীর্ঘ দিন যাবত কালাম শহরের বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে খাসির মাংস বলে কুকুরের মাংস সরবরাহ করে আসছিল।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নরসিংদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ ভ্রাম্যমাণ আদালতে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের চৌয়ালা এলাকায় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি করার সময় নরসিংদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাংস বিক্রেতা কালামকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০ কেজি কুকুরের মাংস, লেজ, মাথা ও চামড়া উদ্ধার করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মন্তব্য চালু নেই