‘খালেদা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছেন’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি রাজাকার, যুদ্ধাপরাধীদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন। যুদ্ধাপরাধের দায়ে আজ যাদের শাস্তি হয়েছে, তাদের হাতেই খালেদা জিয়া মন্ত্রিত্ব তুলে দিয়েছিলেন। এর মাধ্যমে তিনি লাখো শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করেছেন। তাই তিনি দেশের শত্রু। জনগণের শত্রু। শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করার জন্য একদিন জনগণের আদালতে তার বিচার হবে।’

শনিবার বিকেল সোয়া ৩টায় হবিগঞ্জের নিউ ফিল্ড মাঠে আয়োজিত জনসভামঞ্চে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘বিএনপির দুই গুণ, সন্ত্রাস ও মানুষ খুন। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে দেশেল মানুষ অশান্তিতে থাকে। জনগণ অর্থ উপার্জন করে, আর বিএনপি সেই টাকা পাচার করে দেয়। বিএনপি ২০০১ সালে ক্ষমতায় এসে কোনো কাজ করতে পারেনি। আওয়ামী লীগ যে কাজ রেখে গিয়েছিল, তা বিএনপি শেষ করতে পারেনি। ২০০৯ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সেগুলো সম্পূর্ণ করছে।’

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি ক্ষমতায় এসে হবিগঞ্জে নির্যাতন চালিয়েছিল। সংখ্যালঘুদের ওপর হামলা করেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের মানুষের মনে শান্তি ফিরিয়ে দিয়েছিল। হবিগঞ্জের যোগাযোগ খারাপ ছিল। আওয়ামী লীগ সরকার এসে এখানকার সার্বিক উন্নয়ন করেছেন। নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য এখানকার বাসিন্দাদের ধন্যবাদ জানাই।’



মন্তব্য চালু নেই