খালেদা ভারতে গিয়ে তিস্তা চুক্তির কথা ভুলে যান

প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, ‘বেগম জিয়া যখন ক্ষমতায় থাকেন তখন তিস্তা কিংবা ফারাক্কা চুক্তির কথা ভারতে গিয়েও ভুলে যান। আর এখন তিস্তার পানি বণ্টন নিয়ে রোড মার্চের নামে গাড়ী মার্চ করার হাস্যকর কর্মসূচি দিয়েছেন।’
রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত জোট রাজনৈতিক মাঠকে ঘোলা করে বিদেশি প্রভুদের উপর নির্ভর করে ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখেছে। কিন্তু তাদের স্বপ্ন পূরণ হয় নাই।’
ইকবাল সোবহান বলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সাংবিধানিক ধারায় রাখার কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন।’
সংগঠনের ভারপ্রাপ্ত উপদেষ্টা চিত্রনায়ক ফারুক খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফালগুনী হামিদ, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস ছোবাহান গোলাপ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আবদুল মতিন ভুইয়া, চিত্রনায়িকা দিলারা ইয়াসমিন, ড্যানি সিডাক প্রমুখ।



মন্তব্য চালু নেই