‘খালেদা জিয়া জেলে যাবেন, এটিই স্বাভাবিক’

বেসরকারি বিমান চলাচল ও পর্যটন বিষয়ক মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘আইনের চোখে সবাই সমান। খালেদা জিয়া দোষী প্রমাণিত হলে তিনি জেলে যাবেন। এটিই স্বাভাবিক।’

খালেদা জিয়া কারাগারে গেলে বিএনপি নির্বাচন প্রতিহত করবে কি না এমন প্রশ্নের জবাবে বলেন, ‘বিএনপির সেই সাংগঠনিক ক্ষমতা নেই।’

বৃহস্পতিবার মেহেরপুরের গাংনী ফুটবল মাঠে ওয়ার্কার্স পার্টির এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য মেনন এ সব কথা বলেন।
আগামী নির্বাচনে বিএনপির অবস্থান প্রশ্নে তিনি বলেন, ‘বিএনপিকে নির্বাচনে যেতেই হবে। এবার নির্বাচনে না গেলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে। তাছাড়া আইনের কাছে সবাই সমান।’

নির্বাচন কমিশন গঠনের স্বচ্ছতা প্রশ্নে বলেন, ‘এই নির্বাচন কমিশন সার্চ কমিটির মাধ্যমে হয়েছে। রাষ্ট্রপতি অত্যন্ত সচ্ছতার সঙ্গে সেটি করেছেন। তবে নির্বাচন কমিশন আইন প্রণয়ন প্রশ্নে আমাদের প্রস্তাব ছিল। সেটা সময় স্বল্পতার কারণে হয়নি ‘

সবশেষে বিমানের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে বিমানের ঘটনা দুঃখদায়ক। তবে প্রধানমন্ত্রী আগেও অন্য দেশের বিমানে বিদেশ ভ্রমণ করেছেন। এখন বিমানের কিছু সমস্যার কারণে তিনি বহির্দেশের বিমানে যাচ্ছেন।’

জনসভায় সভাপতিত্ব করেন মেহেরপুর ওয়ার্কার্স পার্টির সম্পাদক আব্দুল মাবুদ। এ সময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, নূর আহমদ বকুল ও সহ ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই