খালেদা জিয়া এখন সাধারণ পাসপোর্টধারী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টায় খালেদা জিয়া রাজধানীর শেরে বাংলা নগরের পাসপোর্ট কার্যালয়ে গিয়ে তার লাল পাসপোর্ট পরিবর্তন করে সাধারণ পাসপোর্ট গ্রহণ করেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘দেশের আইন অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পরিবর্তন করে মেশিন রিডেবল সাধারণ পাসপোর্ট গ্রহণ করেছেন।’

তিনি উল্লেখ করেন, বাংলাদেশে এই প্রথম কোনো সাবেক প্রধানমন্ত্রী পাসপোর্ট কার্যালয়ে এসে পাসপোর্ট গ্রহণ করলেন।

বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল মাসুদ এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

এর আগে বিকেলে ৪টা ৪০ মিনিটে রাজধানীর শেরে বাংলা নগরের পাসপোর্ট অফিসে বেগম খালেদা জিয়া উপস্থিত হন। সেখানে আধঘণ্টা অবস্থান করে বিকেল ৫টা ১৫ মিনিটে আবার বের হয়ে যান তিনি।

খালেদা জিয়ার পাসপোর্ট কার্যালয়ে আগমন উপলক্ষে দুপুরের পর থেকেই শেরে বাংলা নগর এলাকায় নগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। ফলে সাধারণ পথচারী এবং যানবাহন চলাচলে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। নেতাকর্মীরা পাসপোর্ট কার্যালয়ের সমানের সড়কে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়।

পাসপোর্ট কার্যালয়ের সামনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, বেগম সেলিমা রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, অধ্যাপক এম এ মান্নান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন- বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব উন নবী খান সোহেল, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ সোহরাব হোসেন, নিলোফার চৌধুরী মনি, রাশেদা বেগম হীরা, শাম্মী আক্তার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মীর শরফত আলী শপু, জাসাসের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন দিদার, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ আমিরুজ্জামান খান শিমুল, ছাত্রদল নেতা এম ওবায়দুল হক নাসির, আরিফা সুলতানা রুমা, সেলিনা সুলতানা নিশিতা।



মন্তব্য চালু নেই