এতিমদের নিয়ে ইফতার করলেন খালেদা জিয়া

প্রতিবারের মতো এবারও রমজানের প্রথমদিনে ওলামা-মাশায়েখ ও এতিমদের সঙ্গে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার সন্ধ্যায় রাজধানী নিউ ইস্কাটনস্থ লেডিস ক্লাবে পবিত্র রমজান উপলক্ষে ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে বেগম জিয়ার উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় রাজধানীর শান্তিনগর, খিলগাঁও, তেজগাঁয়ের কয়েকটি এতিমখানা থেকে দু’শতাধিক এতিম শিশু বেগম খালেদা জিয়ার ইফতারে অংশ নেন।
অন্যদিকে দেশবরেণ্য বিশিষ্ট আলেমদের মধ্যে থেকে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মাওলানা কামাল উদ্দিন জাফরী, বারিধারা মাদরাসা প্রিন্সিপাল মাওলানা নূর হোসেন কাশেমী, চট্টগ্রাম পুটিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোজাফ্ফর আহমেদ, ছারছিনা দরবার শরীফের ছোট হুজুর শাহ আরিফ বিল্লা সিদ্দিকী, লালবাগ মাদরাসার প্রিন্সিপাল আবুল হাসনাত আমীনী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গণি, এমকে আনোয়ার, ড. মঈন খান, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তালুকদার, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ওলামা দলের সভাপতি আব্দুল মালেক প্রমুখ।

এর আগে ৫টা ৩৮ মিনিটে লেডিসক্লাবে পৌঁছান বিরোধী জোটনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

চেয়ারপারসনের কার্যালয় সূত্রে জানা গেছে, রাজনীতিকদের সম্মানে রোজার দ্বিতীয় দিন, তৃতীয় দিন পেশাজীবীদের সম্মানে বসুন্ধরা কনভেনশন সেন্টারে, পঞ্চম দিনে কূটনীতিকদের সম্মানে, ষষ্ঠ দিন গণমাধ্যম প্রধানদের সম্মানে ওয়েস্টিন হোটেলে তার ইফতার কর্মসূচি আছে।

এছাড়া ১৬ রমজানে ঢাকা মহানগর বিএনপির আয়োজনে সংসদের এলডি হল এবং ১৭ রমজানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের ইফতার আয়োজেন বেগম খালেদা দিয়া যোগ দেবেন।

জামায়াতে ইসলামী, ন্যাশনাল পিপলস পার্টি, বিকল্প ধারা, এলডিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ইফতার আয়োজনেও তিনি যোগ দেবেন বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই