২০ দলীয় জোটে যোগ দিতে :

খালেদা জিয়া’র নিকট এনএলপি’র চিঠি হস্তান্তর আজ

২০ দলীয় জোটে যোগ দিতে বিএনপি চেয়ারর্পাসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র নিকট এনএলপি’র চিঠি প্রদান আজ বিকাল ৪ টায়। এ উপলক্ষ্যে এনএলপি’র প্রতিনিধি দল তাঁর সাথে সাক্ষাত করে ২০ দলীয় জোটে যোগদানের জন্য চিঠি হস্তান্তরের উদ্দেশ্যে বিএনপি চেয়ারর্পাসন এর গুলশান অফিসে যাবেন। গত ৬ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের সাথে ন্যাশনাল লেবার পার্টি-এনএলপি’র প্রতিনিধি দলের সাক্ষাতে ২০ দলীয় জোটে যোগদানের বিষয়ে যে আলোচনা হয়েছিল আজ তা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ২০ দলীয় জোট এবং এনএলপি’র জন্য নতুন দিগন্তের সুচনা হবে বলে ধারনা করা হচ্ছে। ২০ দলীয় জোটের মধ্য থেকে ৩ নেতার পদত্যাগ এবং জোটের বাইরে ৩ টি দল এনডিপি, এনপিপি ও ইসলামিক পার্টি’র ২য় অংশ করা এবং পরবর্তীতে নিলুর নেতৃত্বে ১১ দলীয় জোট ঘোষনার বিষয়টি আর ২০ দলীয় জোটের জন্য বিব্রতকর পরিস্থিতির কারণ থাকবে না বলেও মনে করা হচ্ছে। ২০ দল ২১ দল হবার মাধ্যমে চলমান জনগনের মৌলিক অধিকার ভোটাধিকারকে ফাঁকি দেয়া সরকার পতনের আন্দোলন আরো চাঙ্গা হবে এমনটি মনে করেন, এনএলপি’র জৈষ্ঠ্য নেতারা। এ বিষয়ে বিবৃতি দিতে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুল্লাহ জিয়া এ প্রতিবেদককে বলেন, সরকার জনগনের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেনি। ১৫৩ টি আসনের ভোটারগণ ভোট দিতে পারেনি। আর গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটারদের উপেক্ষা করার কোন সুযোগ নেই। কারণ বাংলাদেশী সংবিধান গণতান্ত্রিক পদ্ধতির। এটা না কোন সমাজতান্ত্রিক না কোন ব্যক্তি তান্ত্রিক না কোন শ্বৈরতান্ত্রিক। তাই সংবিধানের লালন ও পালনের অধিকার রাখে তারাই যারা জনগনের নূন্যতম ৫১ ভাগ ভোটে নির্বাচিত হবেন। ক্ষমতাসীন আওয়ামীলীগ যেহেতু ৫১ ভাগ জনগণের নিজ মৌলিক অধিকার ভোটাধিকারকেই হরণ করেছে সেহেতু তাদের আর ক্ষমতায় থাকার সুযোগ নেই। আমরা মনে করি, অচিরেই সরকারকে সব দলের অংশগ্রহনের মধ্য দিয়ে একটি সুষ্ঠ নির্বাচন দিতে হবে। তা যতদিন সরকার সেটি না দিবে ততদিন ২০ দলীয় জোটের সাথে একাকার হয়ে সরকার উৎখাতের আন্দোলনে এনএলপি মাঠে থাকবে।



মন্তব্য চালু নেই