খালেদা জিয়ার নামে গ্রেপ্তারি পরোয়ানা অবৈধ : মাহবুব
বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তা আইনিভাবে ‘অবৈধ’বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
আজ রোববার সুপ্রিমকোর্ট বার মিলানায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমরা আদালতে বলেছিলাম বেগম খালেদা জিয়া অবরুদ্ধ, অভুক্ত, অসুস্থ। আদালতে আসার জন্য তার সময়ের প্রয়োজন। কিন্তু আদালত তা শুনেননি। বরং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন। এটি ঠিক হয়নি, এটি আইনিভাবে ‘অবৈধ’।’
মাহবুব বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার আদালত পরিবর্তন চেয়ে আমরা হাইকোর্টে একটি আবেদন করেছি। সেটির শুনানি চলছে, এখনো নিষ্পত্তি হয়নি। তারপরও নিম্ন আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এটি আইনিভাবে ‘অবৈধ’।’
তিনি বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট থেকে বেগম খালেদা জিয়া এক টাকাও আত্মসাৎ করেননি। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেন খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন। এরকম বক্তব্য দেয়া ঠিক নয়। প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা এ ধরনের বক্তব্য আশা করি না।’
মাহবুব আরো বলেন, ‘জেল ফাঁসি যাই দেন কিছুই মানবো না। আমরা আইনের জন্য লড়বো, গণতন্ত্রের জন্য লড়বো।’
সংবাদ সম্মেলনে সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বারের সহ-সম্পাদক একেএম রেজাউল করিম, নাসরিন আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই