খালেদা জিয়ার দুটোই গুণ, মিথ্যাচার আর মানুষ খুন
বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিকে উদ্দেশ করে নৌপরিবহণ মন্ত্রী শাহজাহান খান বলেছেন, ‘এখনই ২নং আদমজী জুটমিল চালু করতে হবে তা বলছি না। আগে কথা বলে এ প্রকল্পের সম্ভাবনা যাচাই করে প্রধানমন্ত্রীকে প্রস্তাব পাঠান। আমার বিশ্বাস, প্রধানমন্ত্রী এ বিষয়ে বিবেচনা করবেন।’
শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
‘ঐতিহাসিক আদমজী জুট মিলস বন্ধের ১৪ বছর, শিল্প ও শ্রমিক হত্যা দিবস পালন এবং ২নং আদমজী জুট মিল চালুর দাবি’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে আদমজী জুট মিলস চালু সংগ্রাম পরিষদ।
২নং আদমজী জুট মিল চালু করতে শ্রমিকদের দাবি প্রসঙ্গে নৌপরিহণমন্ত্রী শাহজাহান খান বলেন, ‘পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আমার কথা হয়েছে। ঈদের পর মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা আপনাদের এ কমিটির সঙ্গে এ বিষয়ে বৈঠক করবেন।’
শাহজাহান খান আরো বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুটোই গুণ, মিথ্যাচার আর মানুষ খুন। অন্য সময়ের মতো রমজান মাসেও একের পর এক মিথ্যাচার করে চলেছেন খালেদা জিয়া।’ এছাড়া তার আর কোনো গুণ খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান।
তিনি বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে জিয়াউর রহমান যে খুনের রাজনীতি চালু করেছিলেন খালেদা জিয়া এখনও তা অব্যাহত রেখেছেন। ট্রাইব্যুনাল গঠন করে পেট্রোলবোমায় মানুষ খুনের বিচার করা হবে।’
নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন, পেট্রোলবোমা মেরে জ্বালাও-পোড়াও ও মানুষ খুনের বিচারে ট্রাইব্যুনাল গঠন করা হবে। আমরাও চাই হরতাল-অবরোধের নামে সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের ট্রাইব্যুনালে বিচার করা হোক।’
খালেদা জিয়া জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলা না করে প্রশ্রয় দিয়েছিলেন মন্তব্য করে তিনি বলেন, ‘খালেদা জিয়া শুধু মানুষ খুনই করেননি তিনি ক্ষমতায় থাকাকালীন আদমজীর মতো অনেক মিল-কারখানা বন্ধ করে দিয়েছিলেন। সেই সময়ে কয়েক লাখ শ্রমিককে রাস্তায় নামিয়ে দেয়া হয়েছিল।’
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, আয়োজক সংগঠনের সভাপতি মো. শাহাবুদ্দিন, শ্রমিক নেতা মো. আলাউদ্দিন মিয়া প্রমুখ।
মন্তব্য চালু নেই