‘খালেদা জিয়ার থলের বিড়াল বেরিয়ে এসেছে’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার থলের বিড়াল বেরিয়ে এসেছে। সালাহ উদ্দিন আহমদের প্রত্যাবর্তনের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে তিনি অন্তর্ধানে নন, আত্মগোপনে ছিলেন।’

রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বুধবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘বিএনপির ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ বাকি নেতাদের কোথায় লুকিয়ে রেখেছেন তার দায় দায়িত্ব এখন খালেদা জিয়ার।’



মন্তব্য চালু নেই