খালেদা জিয়াকে মুক্ত করে দেয়ার দাবি প্রধানের
গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ অবস্থা থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেয়ার দাবি জানিয়ে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, ‘আবারো বাংলার মাটিতে গণজাগরণ শুরু হয়েছে। লক্ষ্মীন্দরের বাসরঘর বানিয়েও জালিম শাহীর রক্ষা নাই। খান সেনাদের কামানকে যারা মোকাবেলা করতে পারে, সে জাতি হিন্দুস্তানি রাজাকারদের হুমকি ধামকির পরোয়া করে না।’
রোববার সকাল ১১টায় রাজধানীর মোহাম্মদপুরে জাগপা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এক মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ছাত্রদের উদ্দেশে প্রধান বলেন, ‘স্বাধীনতা অর্জনের মতো স্বাধীনতা রক্ষার সংগ্রামেও ৭১ এর মতো প্রস্তুতি নাও।’
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কার্যালয় অবরুদ্ধতা প্রত্যহারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘অন্যথায় ৫ জানুয়ারি জাগপা’র মিছিল গুলশান কার্যালয়ের দিকে অগ্রসর হবে।
জাগপা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সমাবেশ বিক্ষোভ মিছিলে রূপ নেয়। মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, জাগপা ছাত্রলীগ সভাপতি সাইফুল আলম, প্রস্তুতি কমিটির আহ্বায়ক রাকিবুল ইসলাম রুবেল, সদস্য সচিব নাহিদ হাসান, শ্যামল চন্দ্র সরকার, সালাউদ্দিন প্রমুখ।
মন্তব্য চালু নেই