স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

খালেদা জিয়াকে বাইরে আসতে মানা

ঘরে বসে আন্দোলনে আপত্তি নেই কিন্তু বিএনপি চেয়ারপারন বেগম খালেদা জিয়া ও তার নেতাকর্মীকে বাইরে বের হতে নিষেধ করে দিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, ‘কুজকাওয়াজ করে আর বাঁশি ও ঢোল বাজিয়ে আন্দোলন করুন, আপত্তি নেই। কিন্তু ঘরের বাইরে আসবেন না। কারণ আন্দোলনের নামে ব্যবসা-বাণিজ্য ও জানমালের কোনো ক্ষতি হলে কঠোর শাস্তি পেতে হবে।’

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ দেশরত্ন পরিষদ আয়োজিত ‘মাসব্যাপী শোক পালন উপলক্ষ্যে’ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আন্দোলন করবেন ভালো। কিন্তু সে আন্দোলন যেন নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক হয়। যদি আন্দোলনের নামে ২০১৩ সালের মতো কোনো ধরনের ঘটনা ঘটান তার দায় দায়িত্ব আপনাদেরই নিতে হবে। দেশে এখন শান্তি বিরাজ করছে। উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। তাই অযথা দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এর শাস্তি কঠোর থেকে কঠোর হতে পারে।’

খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘আপনি অপেক্ষা করুন। ২০১৯ সালে নির্বাচন। সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। দল গোছান। কারণ এই আগস্ট মাস আমাদের শোকের মাস। এই মাসে আমরা শোককে শক্তিতে পরিণত করেছি। যা টেকনাফ থেকে তেুতলিয়া পর্যন্ত রয়েছে।’

সংগঠনের সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জণ ঘোষাল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।



মন্তব্য চালু নেই