‘অটল’ থাকলে অনেক নেতার পদ থাকবে না

খালেদা জিয়াকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।  রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার বীরউত্তম খাজা নিজামউদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়ার নিরাপত্তা বিঘ্নিত হউক, তা আমরা চাই না। রাতে খালেদা জিয়াকে তার বাসভবনে যেতে বলা হয়েছিল, কিন্তু তিনি যাননি, না গিয়ে নাটক সাজালেন। তাকে নিরাপত্তার স্বার্থে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

তিনি বলেন, ‘বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দীর্ঘদিন নয়াপল্টনের কার্যালয়ে থেকেছেন, কখনোই খালেদা জিয়া তাকে দেখতে যাননি। কিন্তু গতকাল হঠাৎ করেই রিভজী অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়া তাকে দেখতে যাওয়ার নাটক সাজান।’

হাছান মাহমুদ বলেন, ‘বিভিন্ন সময় পত্রিকায় দেখেছি, খালেদা জিয়া অভিনেত্রী হতে চেয়েছিলেন। বিএনপি যে নাটকই করুক না কেন, কোনো কাজ হবে না।’

হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘সভা-সমাবেশের নামে সন্ত্রাসী কার্যক্রম চালাতে দিতে পারি না।’

এসময় ৫ জানুয়ারি আওয়ামী লীগের নেতাকর্মীদের পাড়া-মহল্লায় উপস্থিত থাকতেও আহবান জানান তিনি।’

তারেক প্রসঙ্গে তিনি বলেন, ‘তারেক রহমান অতীতের মতো অশোভন কথাবার্তা বললে, তাকে যারা সমর্থন করেন তাদের পরিণতিও ভালো হবে না। তার বক্তব্যের জন্য ক্ষমা  চাইতে হবে। ক্ষমা না চাইলে তাদের (বিএনপি) কোনো সভা-সেমিনার করতে দেয়া হবে না।’

‘অটল’ থাকলে অনেক নেতার পদ থাকবে না

‘অটল’ থাকলে অনেক নেতার পদ থাকবে নাঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি ৫ জানুয়ারির কর্মসূচিতে ‘অটল’ থাকেন তাহলে তার দলের অনেক নেতার পদ থাকবে না।’

রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার বীর উত্তম খাজা নিজামউদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তবে পদ কীভাবে থাকবে না তার ব্যাখ্যা দেননি কামরুল ইসলাম।

কামরুল বলেন, ‘৫ জানুয়ারিতে বিএনপির কোনো নেতাকর্মী মাঠে থাকবে না। মাঠ দখলে থাকবে আওয়ামী লীগের। তাদের কোনো কিছু করতে দেয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনীও জনগণের যানমাল নিরাপত্তার স্বার্থে দায়িত্ব পালন করবে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়নি, তার নিরাপত্তার স্বার্থেই গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রাখা হয়েছে।’

খালেদাকে হঁশিয়ারি দিয়ে কামরুল ইসলাম বলেন, ‘আপনারা যে অবস্থার সৃষ্টি করতে চান, আমরা সেই অবস্থা সৃষ্টি করতে দিতে রাজি নই। ২০১৩ সালের মতো সন্ত্রাসী কার্যক্রম করতে দেয়া হবে না।’

এ সময় সংগঠনের সহ-সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, অভিনেতা এটিএম শামসুজ্জামান, আওয়ামী লীগের  উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এমএ করিম। সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।



মন্তব্য চালু নেই