তিনি বলেন, ‘বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দীর্ঘদিন নয়াপল্টনের কার্যালয়ে থেকেছেন, কখনোই খালেদা জিয়া তাকে দেখতে যাননি। কিন্তু গতকাল হঠাৎ করেই রিভজী অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়া তাকে দেখতে যাওয়ার নাটক সাজান।’
হাছান মাহমুদ বলেন, ‘বিভিন্ন সময় পত্রিকায় দেখেছি, খালেদা জিয়া অভিনেত্রী হতে চেয়েছিলেন। বিএনপি যে নাটকই করুক না কেন, কোনো কাজ হবে না।’
হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘সভা-সমাবেশের নামে সন্ত্রাসী কার্যক্রম চালাতে দিতে পারি না।’
এসময় ৫ জানুয়ারি আওয়ামী লীগের নেতাকর্মীদের পাড়া-মহল্লায় উপস্থিত থাকতেও আহবান জানান তিনি।’
তারেক প্রসঙ্গে তিনি বলেন, ‘তারেক রহমান অতীতের মতো অশোভন কথাবার্তা বললে, তাকে যারা সমর্থন করেন তাদের পরিণতিও ভালো হবে না। তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে তাদের (বিএনপি) কোনো সভা-সেমিনার করতে দেয়া হবে না।’
মন্তব্য চালু নেই